ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লি এবং জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী মহমোহন সিংয়ের বাসভবনের কাছেই এক ইসরায়েলি কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণ ঘটে।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জর্জিয়ার রাজধানী তিবলিসিতেও ইসরায়েলি দূতাবাস লক্ষ্য করে বোমা হামলার চেষ্টা করা হয়েছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র, ইগাল পালমোর জানিয়েছেন, দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণে একজন নারী আহত হয়েছেন। তবে জর্জিয়ায় হামলা চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
তিবলিসিতে দূতাবাসের কাছে একটি গাড়িতে বোমা পেতে রাখা হয়েছিল। জানতে পেরে পুলিশ সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে।
এই প্রেক্ষিতে ইসরায়েল তাৎক্ষণিকভাবে সারা বিশ্বে তাদের দূতাবাসগুলোতে বিশেষ সতর্কতা জারি করেছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি লেবাননের শিয়া ইসলামি সংগঠন হেজবুল্লাহর নেতা ইমাদ মুঘনিয়ের হত্যার বার্ষিকীকে সামনে রেখে বিদেশি মিশনে আগে থেকেই সতর্কতা জারি করেছিল ইসরায়েল।
সে সময় এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় হেজবুল্লাহ।
এদিকে গত কয়েক বছরে এবং সম্প্রতি ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানী গুপ্তহত্যার শিকার হওয়ায় ইরানের পক্ষ থেকেও হুমকির মুখে রয়েছে ইসরায়েল।
তবে এই দুই হামলা চেষ্টার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১২