কুইন্সল্যান্ড:রানী দ্বিতীয় এলিজাবেথের মোটর শোভাযাত্রার সামনে উন্মুক্ত পশ্চাৎদেশ দেখানোর কারণে লিয়াম লয়েড নামের এক ব্যক্তির ৫০০ পাউন্ড জরিমানা করা হয়েছে।
রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে লয়েড রানীকে নগ্ন পশ্চাৎদেশ দেখান।
গত অক্টোবরে রানীর অস্ট্রেলিয়া সফরকালে এই ঘটনা ঘটে।
লিয়াম তার পশ্চাৎদেশের মাঝখানে অস্ট্রেলিয়ার পতাকা রেখে রানীর মোটর শোভাযাত্রার মাত্র ৫০ মিটার দূরে এই প্রতিবাদকাণ্ড ঘটান।
ব্রিসবেনের একটি আদালত লিয়ামের এই অপরাধের (!) কারণে ৫০০ পাউন্ড জরিমারা করেছে। আদালত থেকে বের হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, রাজতন্ত্রবিরোধী হতে পেরে আমি গর্বিত। এর মধ্যে অসভ্যতার কি আছে? আমরা সবাই পৃথিবীতে নগ্ন হয়েই এসেছি।
তিনি আরও বলেন, রানীতো আর দাদী মর্যাদার কেউ নন। ওবামা এলে তার সঙ্গেও একই কাজ করা হবে। যারা নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করে এবং নিজেদের উচ্চ পদমর্যাদার মনে করে, আমি তাদের উদ্দেশ্যে খুশি মনেই আমার পশ্চাৎদেশ তুলে ধরবো।
সার্জেন্ট ট্রয় নিউম্যান বলেন, রানীর গাড়িবহর যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন মানুষজন রাস্তার দুপাশ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছিল। তখনই লিয়াম তার প্যান্ট এবং অন্তর্বাস খুলে উন্মুক্ত পশ্চাৎদেশ দেখাতে শুরু করেন। পুলিশ তাকে ধরার চেষ্টা করলে তিনি একপ্রকার সহযোগিতাই করেন।
তিনি আরও বলেন, লিয়াম এ ধরনের অনুষ্ঠান দেখে বিরক্ত হয়ে পড়েছিলেন। তিনি তরুণ কিন্তু এতটুকু বোঝার জন্য যথেষ্ট বড় হয়েছেন তিনি।
লিয়ামের আইনজীবী জন পল মোল্ড বলেন, এই ঘটনা যদি রাগবি খেলার মাঠে ঘটতো তাহলো এটা আলোচনার বিষয় হতো না। এটা খুবই ছোটো মাত্রার অপরাধ।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২