ব্যাংকক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের এ বোমা বিস্ফোরণে অন্তত একজন আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা পিসিত পিসুথিস্ক বলেন, প্রথম বোমা একটি ভাড়া বাড়িতে বিস্ফোরিত হয়। বাড়িটি ভাড়া নিয়েছিল একজন বিদেশি। ঘটনাস্থল থেকে দুইজন মানুষ দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও বলেন, তুতীয় ব্যক্তিও ওই বাড়ি থেকে বের হয়ে যায়। যখন একটি ট্যাক্সি তাকে নিতে অস্বীকার করে তখন দ্বিতীয় ব্যক্তি আরেকটি বোমা নিক্ষেপ করে।
সর্বশেষ বোমাটি বিস্ফোরিত হয় তৃতীয় ব্যক্তির পায়ের কাছে বলেও জানান পিসিত। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১২