ওয়াশিংটন: যুক্তরাষ্ট্র সফররত চীনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং দেশটির সম্ভাব্য প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত জি জিনপিংকে হোয়াইট হাউজে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
চীনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত বৈঠকের সময় বলেন, বেইজিংয়ের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।
ভাইস প্রেসিডেন্ট জি জিনপিং বলেন , তার এই সফর দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব এবং সমঝোতা আরও গভীর করবে বলে তিনি আশা করছেন।
তবে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য, মুদ্রা বিনিময় হার এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্যাপক মতবিরোধ লক্ষ্য করা গেছে।
৫৮ বছর বয়সী জি জিনপিংকে চীনের বর্তমান প্রেসিডেন্ট হু জিনতাওয়ের পরবর্তী উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হয়। হু জিনতাও চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান ও দেশটির প্রেসিডেন্টের পদ থেকে আগামী ২০১৩ সালে পদত্যাগ করবেন বলে ধারণা করা হয়।
চীনা ভাইস প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরে অনুষ্ঠিত বৈঠকগুলোতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সংঘটিত বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন মতবিরোধ যেমন, ডলারের বিপরীতে চীনা মুদ্রা মানের ইচ্ছাকৃত অবমূল্যায়ন এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ পাচার ইত্যাদি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রে জি জিনপিংয়ের এই সফর এমন সময় অনুষ্ঠিত হলো যখন তিব্বতে বিরোধী আন্দোলন দমনে গৃহীত চীনা পদক্ষেপ পশ্চিমাবিশ্বে ব্যাপক সমালোচিত হচ্ছে। এই সফরের সময়েও হোয়াইট হাউসের সামনে তিব্বতের চীনা নির্যাতনের প্রতিবাদে এবং তিব্বতিদের স্বপক্ষে মানবাধিকার কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ০৭০০ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২