ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরোজোনের ঋণসংকট মোকাবিলায় চীনের প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৮, ফেব্রুয়ারি ১৫, ২০১২
ইউরোজোনের ঋণসংকট মোকাবিলায় চীনের প্রতিশ্রুতি

ওয়াশিংটন: চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ইউরোজোনের ঋণসংকট মোকাবেলায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউরোপিয় ইউনিয়ন নেতাদের সঙ্গে এক বৈঠকে মঙ্গলবার তিনি এ প্রতিশ্রতি দেন।



জিয়াবাও সংকট মোকাবেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বললেও সুনির্দিষ্ট করে তিনি কিছুই বলেন নি। ঋণসংকট উত্তরণ তহবিলে চীন বিনিয়োগ করবে কিনা সেব্যাপারেও কিছু বলেন নি তিনি।

ইউরোপের বৃহত্তম ব্যবসায়িক সহযোগি দেশ হলো চীন। মঙ্গলবার জিয়াবাওয়ের ঘোষণা অনুযায়ী, ঋণ সমস্যা মোকাবেলায় ইউরোপিয় ইউনিয়নকে সহায়তা করবে চীন। আমরা আমাদের কাজের মাধ্যমেই পুরো বিশ্বকে সুন্দর এবং নির্ভরযোগ্য করবো।

মোট ৩১ টি বিষয়ে ইউরোপিয় ইউনিয়ন নেতাদের সঙ্গে সমঝোতা হয়েছে চীনের। তবে ইন্টারনেট নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের কথা থাকলেও নেই ঋনসংকট মোকাবেলায় কার্যকরী কোনো পদক্ষেপের কথা।

তবে ইউরোপিয় ইউনিয়ন প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রোমপুই জিয়াবাওয়ের এই বক্তব্যকে সাধুবাদ জানান। এছাড়াও তিনি বলেন, ইউরো জোনের সমস্যা মোকাবেলায় চীন কিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তা চীনই সিদ্ধান্ত নেবে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।