ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জৌলুস হারাচ্ছে বিশ্বের সপ্তাশ্চার্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, ফেব্রুয়ারি ১৫, ২০১২
জৌলুস হারাচ্ছে বিশ্বের সপ্তাশ্চার্য

মুম্বাই: বিশ্বের সপ্তাশ্চার্য দিনে দিনে হারাচ্ছে তাদের জৌলুস। যদিও বিশ্বের ভ্রমনেচ্ছু মানুষদের কাছে স্বর্গ হলো এই সপ্তাশ্চর্য।

প্রতিনিয়ত বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে সপ্তাশ্চর্যগুলোর কাছে তাদের অবসর সময়টুকু সুন্দরভাবে কাটানোর জন্য।

কিন্তু সম্প্রতি হোটেল বুকিং রেকর্ড, ভ্রমন বৃত্তান্ত ইত্যাদি ঘেটে বের করা হয়েছে নতুন এক চিত্র। নতুন এই জরিপে দেখা যায়, বিশ্বে প্রতি তিনজন ভ্রমনকারীর মধ্যে একজন পাওয়া যায় যে কখনই সপ্তাশ্চার্যের কোনো একটিতেও যান নি। এমনকি বিশ্বের ২০ শতাংশ ভ্রমনকারী আছেন যারা ওই সকল জায়গার নামও শোনেন নি। তবে কিছু জায়গা অছে যেগুলো অন্য জায়গার তুলনায় অনেক বেশি জনপ্রিয়।
 
রোমের প্রাচীন থিয়েটার কলোসিয়াম জনপ্রিয় সপ্তাশ্চর্যর মধ্যে একটি। ৩৩ শতাংশ ভ্রমনকারীই অন্তত একবার হলেও কলোসিয়ামে গিয়েছেন। অন্যদিকে ১৭ শতাংশ ভ্রমনকারী গিয়েছেন চীনের দেয়াল দেখেছেন। ব্রাজিল এবং ভারতের তাজমহল দেখতে গিয়েছেন মাত্র ৯ শতাংশ মানুষ। পেরুর মাচুপিচু সভ্যতা এবং জর্ডানের পেত্রা দেখতে গিয়েছে মাত্র ৫ শতাংশ ভ্রমনকারী।
 
হোটেলস.কমের করা জরিপটি চালানো হয় মোট আড়াই হাজার ভ্রমনকারীর ওপর। বেশিরভাগ ভারতীয়ই তাজ মহল ভ্রমন করেছেন। এছাড়া ভারতীয়দের মাঝে চীনের দেয়ালও বেশ জনপ্রিয়। ৪৫ শতাংশ ভারতীয়র মতে তারা চীনের দেয়াল দেখেছেন। অপরদিকে ২৮ শতাংশ ভারতীয় গিজার পিরামিড দেখেছেন।

যদিও এই জরিপ অনুযায়ী সপ্তাশ্চর্য তাদের আকর্ষন দিন দিন হারাচ্ছে। তবে মুম্বাই ট্রাভেল এজেন্ট রাজেশ রাতেরিয়ার মতে, মিশর এবং চীনের প্রতি ভারতীয় ভ্রমনকারীদের আগ্রহ আছে। এমনকি রোমের কালোসিয়ামও আগ্রহের জায়গা এখানকার মানুষদের কাছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।