আম্মান: সিরিয়ার হোমস শহরে দেশটির উল্লেখযোগ্য একটি তেলের পাইপলাইনে বিস্ফোরণ হয়েছে। বুধবার সুন্নী অধ্যুষিত হোমসে যখন সরকারি নিরাপত্তা বাহিনী বোমা হামলা চালাচ্ছিল তখনই এই ঘটনা ঘটে বলে বাসিন্দারা জানায়।
বাসিন্দাদের মতে, পাইপলাইন থেকে এখনও কালো ধোয়া বের হচ্ছে। বাবা আমরো জেলার নিকটেই ওই পাইপলাইনটি।
তবে পাইপলাইনটি ঠিক কিভাবে বিস্ফোরিত হয়েছে তা এখনও জানা যায়নি। রুমেলিয়ার তেলক্ষেত্র থেকে পূর্বাঞ্চলের মরুভূমি হয়ে পাইপলাইনটি হোমসে যায়। গত ১১ মাসের অভ্যুত্থানে বেশ কয়েকবার দেশটির বিভিন্ন স্থানের পাইপলাইনে বোমা হামলা চালানো হয়েছে।
আসাদ প্রশাসন তেলের পাইপলাইন বিস্ফোরণের জন্য সন্ত্রাসীদের দায়ি করেছে। কিন্তু বিরোধী দলীয় সেনাবাহিনী বলছে, সরকারি বাহিনীর শেল, মর্টার এবং রকেট নিক্ষেপ করছে বাবা আমোর লক্ষ্য করে। তাদেরই ছোড়া একটি বোমার আঘাতে পাইপলাইনটি বিস্ফোরিত হয়।
বিগত ১৩ দিন ধরেই সরকারি বাহিনী হোমসে অবিরাম বোমা হামলা চালাচ্ছে। এই হোমস শহর থেকেই সর্বপ্রথম প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে বিক্ষোভ দানা বেধে ওঠে।
বিরোধীদের মতে, বুধবার সকাল থেকেই সরকারি বাহিনী সাজোয়া যান এবং ভারি অস্ত্রশস্ত্র নিয়ে হোমসের রাস্তায় অভিযান চালাচ্ছে।
এদিকে কায়রোতে নিযুক্ত আরব লীগ রাষ্ট্রদূত বলেন, আসাদ সরকার যদি হত্যা বন্ধ না করে তাহলে আমরা বিরোধীদের অস্ত্র এবং আর্থিক সহায়তা দেবো। তাদের নিজেদের রক্ষার জন্যই এই সাহায্য করা হবে। সিরিয়ার সাধারণ মানুষদের রক্ষা করার সম্পূর্ণ অধিকার আছে আরব লীগের।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২