ঢাকা: হন্ডুরাসের একটি কারাগারে অগ্নিকাণ্ডে অন্তত ৩৫৬ জন নিহত হয়েছে। বুধবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার রাতে ওই কারাগারে দাঙ্গার পর আগুন ছড়িয়ে পড়ে বলেও জানিয়েছেন তারা।
হন্ডুরাসের এটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাতে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫৬ জন নিহত হয়েছে।
দমকলের একজন মুখপাত্র একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে কারাগারে দাঙ্গার সময় গুলির আওয়াজ পাওয়া গিয়েছিল। আর সে সময়ই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত একশ’র বেশি পুড়ে কালো হয়ে যাওয়া মৃতদেহ উদ্ধরা করা হয়েছে।
ওই কারাগারটি রাজধানী তেগুসিগালপা থেকে প্রায় ৭৫ কিলোমিটার উত্তরে কোমিয়াগুয়া শহরে অবস্থিত।
ওই কারাগারে ৮০০ বন্দীর বাস বলে তাক্ষৎণিকভাবে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১২