ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিজ্ঞাপনের মডেল হয়ে বির্তকে জড়ালেন মমতা

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, জুন ২৪, ২০১০

কলকাতা: একটি বিখ্যাত হাওয়াই চপ্পল (চটি) কোম্পানির বিজ্ঞাপনে ছবি ছাপা হওয়ায় বির্তকে জড়িয়ে পড়েছেন ভারতের  কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি।

‘দৃঢ় পদপে’ ছবির এ ক্যাপশানে রেলমন্ত্রীর চপ্পলের মডেলিং করা নিয়ে বির্তক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।



তাঁর দল তৃণমূল থেকে জানানো হয়েছে, মমতা ব্যানার্জির অজান্তেই এই বিজ্ঞাপন বাজারে এনেছে অজন্তা হাওয়াই চপ্পল কোম্পানি।

ভারতের বামদলগুলো প্রধানমন্ত্রীর কাছে শুধু ব্যাখ্যা চেয়েই ক্ষান্ত হয়নি, বিষয়টি নিয়ে তারা নির্বাচন কমিশনেও যাচ্ছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার রেলমন্ত্রী মমতা ব্যানার্জি বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

আজ ওই কোম্পানিটির বিরুদ্ধে কলকাতার পার্কস্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযোগে বলা হয়, মন্ত্রীর অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে তার ছবি ব্যবহার করা হয়েছে।

বিজেপির মুখপাত্র আব্বাস নক্ভি বলেন, ‘বেসরকারি কোনো সংস্থায় এভাবে মডেলিং করাটা নীতিগতভাবে অন্যায়। যদি তিনি এর জন্য টাকা নিয়ে থাকেন তাহলে বিষয়টি আরো সাংঘাতিক। ’

সিপিএম নেতা নীলোৎপল বসু সমলোচনা করে বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে রেলমন্ত্রী মডেলিং-এর জন্য অনুমতি নিয়েছিলেন কিনা তা দেশবাসীকে জানাতে হবে। ’


বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১০
আরডি/বিকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।