বেলজিয়ামের এন্টওয়ার্প চিড়িয়াখানায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে দুইটি জলহস্তী।
বিষয়টি জানার পর চিড়িয়াখানায় কঠোর বিধি-নিষেধ জারি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৪ বছর বয়সী জলহস্তী ইমানি এবং ৪১ বছর বয়সী হেরমাইনের সর্দি ছাড়া আর কোনো লক্ষণ নেই। তারপরও পূর্ব সতর্কতা হিসেবে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জলহস্তীর ক্ষেত্রে করোনা শনাক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম হতে পারে।
চিড়িয়াখানার পশু চিকিৎসক ফ্রান্সিস ভারকামেন বলেন, আমার জানামতে এই প্রজাতির ক্ষেত্রে এটিই প্রথম ঘটনা। বিশ্বব্যাপী এ ভাইরাসটি প্রধানত বনমানুষ বা বিড়াল প্রজাতির (বাঘ, সিংহ) মধ্যে শনাক্ত হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এসআরএস