ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিপিন রাওয়াতের লাশবাহী অ্যাম্বুলেন্সও দুর্ঘটনার কবলে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
বিপিন রাওয়াতের লাশবাহী অ্যাম্বুলেন্সও দুর্ঘটনার কবলে!

তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত এবং তার সঙ্গীদের মরদেহ নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়েছে অ্যাম্বুল্যান্স। যদিও এর ফলে বড় ধরনের কোনও বিপত্তি হয়নি।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরের দিকে কুন্নুরের ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টার হাসপাতাল থেকে জেনারেল রাওয়াত, তার স্ত্রী মধুলিকাসহ ১৩ জনের মরদেহ সুলুরের বিমান বাহিনী ঘাঁটিতে নেওয়া হচ্ছিল। সেখানে থেকে বিশেষ বিমানে দিল্লিতে মরদেহ পাঠানোর ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছিল।

স্থানীয় সূত্রের খবর, কোয়ম্বত্তূরের অদূরে মেট্টুপলায়মের কাছে কনভয়ের একটি অ্যাম্বুল্যান্স ‘ছোট দুর্ঘটনার’ কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের দেওয়ালে ধাক্কা মারেন গাড়ির চালক। এতে রাস্তার নিরাপত্তার দায়িত্ব থাকা পুলিশ সদস্যসহ কয়েক জন আহত হয়েছেন।

দ্রুত দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুল্যান্স থেকে মরদেহগুলো অন্য একটি গাড়িতে তোলা হয়। শুক্রবার প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রাপথের বিভিন্ন স্থানে স্থানীয়রা ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন। তারা রাওয়াতসহ নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্লোগান দিচ্ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।