ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: সুনামি সতর্কতা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: সুনামি সতর্কতা প্রত্যাহার ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে দশমিক মাত্রার ভূমিকম্পে একজন আহত হয়েছেন। ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভূমিকম্প হয়। খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

পর্যবেক্ষকেরা ভূমিকম্পের পরপরই বিপজ্জনক সুনামি ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়ে সতর্কতা জারি করেছিলেন। কিন্তু দুই ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ফ্লোরেসের মাঙ্গারাইয়ের একজন আহত হন। এছাড়া দক্ষিণ সুলাওয়েসির সেলায়ার দ্বীপে একটি স্কুলভবন বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
জেডএ

****ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।