ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে সংক্রমিত ৭৩ শতাংশ ওমিক্রনে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে সংক্রমিত ৭৩ শতাংশ ওমিক্রনে আক্রান্ত

বিশ্বজুড়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। যুক্তরাষ্ট্রে রীতিমতো দাবানলের মতো ছড়াচ্ছে ধরনটি।

দেশটিতে গত সপ্তাহে শনাক্ত মোট রোগীর ৭৩ দশমিক ২০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত ছিল বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন শনিবার শেষ হওয়া সপ্তাহে ওমিক্রন সংক্রমণের উল্লম্ফনের এই তথ্য জানিয়েছে।

একই সময়ে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য অরিগন, ওয়াশিংটন ও আইডাহো অঙ্গরাজ্যে শনাক্ত রোগীদের ৯৬ দশমিক ৩০ শতাংশই ছিল ওমিক্রন আক্রান্ত।

এদিকে ওয়ার্ল্ডো মিটারের মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪৩ হাজার ৫৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছে ৬২৩ জন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।