ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সংসদে এমপিদের হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
সংসদে এমপিদের হাতাহাতি

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে সংসদ অধিবেশন চলাকালীন বাদানুবাদের এক পর্যায়ে সংসদ সদস্যদের (এমপি) মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে এ ঘটনার পর সংসদ অধিবেশন মূলতবি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্পিকার এক সদস্যকে সংসদ ত্যাগ করতে বললে অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় এমপিদের মৌখিক বিবাদ হাতাহাতিতে গড়ায়।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সেই হাতাহাতির ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এতে দেখা যায়- বেশ কয়েকজন এমপি হাতাহাতি করছেন। এ সময় এক সদস্য মেঝেতে পড়ে যান এবং অন্যরা চিৎকার করতে থাকেন। কয়েক মিনিট ধরে বিশৃঙ্খল পরিস্থিতি চলে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

দেশটির সংবিধান সংশোধন প্রস্তাবনার ওপর বিতর্কের সময় করা অযৌক্তিক মন্তব্যের জন্য এক সদস্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানালে এই হাতাহাতি শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও সংসদ সদস্য খলিল আতিয়েহ বলেন, এ ধরনের আচরণ আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। এটি দেশের সুনামের জন্য ক্ষতিকর।

প্রসঙ্গত, ১৯৯৯ সাল থেকে দেশটি শাসন করছেন বাদশাহ আবদুল্লাহ। বিরোধীদের মতে, সংবিধানে পরিবর্তন আনার মাধ্যমে তিনি আরও ক্ষমতাবান হবেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।