ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জানুয়ারির শেষে ওমিক্রন সংক্রমন শীর্ষে পৌঁছবে: ফাউচি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
জানুয়ারির শেষে ওমিক্রন সংক্রমন শীর্ষে পৌঁছবে: ফাউচি ওমিক্রন ভ্যারিয়েন্ট

সংক্রমনের দিক থেকে ২০২২ সালের জানুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্রে শীর্ষে পৌঁছবে ওমিক্রন। আন্তর্জাতিক গণমাধ্যমকে এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটি শীর্ষ সংক্রমন রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি।

এদিকে বর্তমানে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে যে হারে ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে শনাক্তের দিক তাকে সুনামির সঙ্গে তুলনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসের ডেল্টা ও ওমিক্রন ভ্যারিয়েন্ট সমন্বিতভাবে সংক্রমনের ভয়ঙ্কর সুনামি বয়ে নিয়ে আসছে। এটিকে তিনি টুইন থ্রেড বলেও অভিহিত করেন।

একদিনের ব্যবধানে ফ্রান্সে শনাক্ত হয়েছে ২ লাখ ৮ হাজার নতুন রোগী, যা ইউরোপের মধ্যে শীর্ষে। আর যুক্তরাষ্ট্রে নতুন রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪২৭জন।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
ইইউডি/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।