ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০২১ সালে ৩৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

আজন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
২০২১ সালে ৩৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল

২০২১ সালে অন্তত ৩৬০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসলায়েল সেনারা। নিহতদের বেশির ভাগ বেসামরিক নাগরিক।

 

একটি বেসরকারি সংস্থার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে।  

ফিলিস্তিনি শহীদ পরিবারগুলোর সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব জানান, তারা পুরো ফিলিস্তিনে হত্যাকাণ্ডের সমস্ত ঘটনা তদন্ত করেছেন। এতে তারা দেখতে পেয়েছেন যে, ৩৬০ ফিলিস্তিনির সবাই ইসরায়েলি সেনাদের হাতে নিহত হয়েছেন।

ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাদের হাতে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ২২ শতাংশ শিশু এবং ১৯ শতাংশ নারী। ১৯৪৮ সালে ‘অবৈধ রাষ্ট্র’ ইসরায়েল প্রতিষ্ঠার পর এই প্রথম সবচেয়ে বেশি নারী সেনাদের হাতে নিহত হলেন।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।