ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কোরিয়া সীমান্তে ‘বিরল ঘটনা’ 

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২২
কোরিয়া সীমান্তে ‘বিরল ঘটনা’ 

দক্ষিণ কোরিয়ার এক ব্যক্তি কঠোর নিরাপত্তাবেষ্টিত সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় চলে গেছেন।  

শনিবার (১ জানুয়ারি) রাতে বিরল এ পক্ষত্যাগের ঘটনা ঘটে।

 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

দক্ষিণ কোরিয়া থেকে এভাবে সীমান্ত পার হওয়ার বিষয়টি দেশের প্রচলিত আইনে অবৈধ কাজ বলে গণ্য করা হয়।

বিশ্লেষকরা বলছেন, সাধারণত উত্তর কোরিয়া ছেড়ে অনেকেই দক্ষিণ কোরিয়ায় চলে যান। এবার ব্যতিক্রমী ঘটনা ঘটল, যাকে পর্যবেক্ষকরা দুর্লভ ঘটনা বলে আখ্যায়িত করছেন।

রোববার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন, সীমান্তের পূর্ব দিক থেকে শনিবার রাত ৯টা ২০ মিনিটের সময় তিনি দক্ষিণ কোরিয়া সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় চলে যান।

সেনারা নজরদারির যন্ত্র দিয়ে দক্ষিণ কোরিয়া থেকে ওই ব্যক্তির চলে যাওয়ার বিষয়টি চিহ্নিত করেছে বলেও জানান তিনি।  

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিপস স্টাফ বলেন, ওই ব্যক্তিকে ধরার জন্য সেনাসদস্যদের পাঠানো হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। সেনা সদস্যরা তার কাছে পৌঁছানোর আগেই তিনি সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ার ভেতরে ঢুকে পড়েন।  

এ ঘটনার পর উত্তর কোরিয়ার কাছে ওই ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে এখনো কোনো জবাব দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।