ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে করোনা সংক্রমণের শীর্ষে পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
ভারতে করোনা সংক্রমণের শীর্ষে পশ্চিমবঙ্গ ফাইল ছবি

ভারতে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গে। আর এই রাজ্যটিতেই বাংলাদেশিদের যাতায়াত বেশি।

বুধবার (১২ জানুয়ারি) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমবঙ্গে সংক্রমণের হার ৩২.১৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে ২২.৩৯ এবং তৃতীয় স্থানে থাকা দিল্লিতে ২৩.১ শতাংশ। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, পশ্চিমবঙ্গে সক্রিয় রোগীর সংখ্যা এরই মধ্যে এ লাখ ছাড়িয়েছে। ২০২২ সালের একেবারে শুরুর দিকে জেলাভিত্তিক সংক্রমণের হারের দিক থেকে কলকাতা ছিল দ্বিতীয় স্থানে। আর শীর্ষে ছিল হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলা। বর্তমানে সংক্রমণের হারে শীর্ষে রয়েছে কলকাতা।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
ইইউডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।