ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে রকেট হামলায় শিশুসহ আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
বাগদাদে রকেট হামলায় শিশুসহ আহত ৩

ইরাকের রাজধানী বাগদাদে পৃথক রকেট হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাগদাদের গ্রিন জোনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

ইরাকি নিরাপত্তা সূত্র জানায়, এদিন মোট তিনটি রকেট আঘাত হানে। এর মধ্যে একটি রকেট সেখানে অবস্থিত একটি স্কুলে এবং দুইটি রকেট মার্কিন দূতাবাস চত্বরে আঘাত হানে। সম্প্রতি দেশটিতে নব-নিযুক্ত পার্লামেন্ট স্পিকারকে বরখাস্ত করেছে শীর্ষ আদালত। রাজনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটলো।

নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তা বলেন, গ্রিন জোন লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়। এর মধ্যে দুইটি মার্কিন দূতাবাস চত্বরে এবং অপরটি পাশের এক স্কুলে আঘাত হানে। এতে এক নারী, এক বালিকা ও এক কিশোর আহত হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে মার্কিন সেনা ও তাদের স্থাপনা লক্ষ্য করে অনেক রকেট ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এসব হামলার ক্ষেত্রে দায়িত্ব স্বীকারের ঘটনা একেবারে বিরল হলেও বরাবরই ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীকে দায়ী করা হয়।

মার্কিন দূতাবাস ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ রকেট হামলার নিন্দা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।