ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বুলগেরিয়ার আদালতের রায়ে ‘সাংবাদিকদের হয়রানি’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
বুলগেরিয়ার আদালতের রায়ে ‘সাংবাদিকদের হয়রানি’ বুলগেরিয়ার পুরস্কার বিজয়ী সাংবাদিক বরিস মিতোভ

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়ায় সম্প্রতি একটি আদালতের রায়কে ‘আইনি হয়রানি’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।

ওই রায়ে দুই সাংবাদিক এবং মিডিয়াপুল নামের একটি সংবাদমাধ্যমকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সোফিয়া সিটি কোর্ট জানিয়েছে, বর্তমানে রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির বুলগেরিয়ান সার্ভিসের সাংবাদিক বরিস মিতোভ এবং স্টোয়ানা জর্জিভা সিসির সাবেক চেয়ারম্যান স্ভেটলিন মিহাইলোভকে শারীরিক ও মানসিক যন্ত্রণা দিয়েছেন। রায়ে দুই সাংবাদিক ও প্রতিবেদন প্রকাশ করা মিডিয়াপুলকে ৩৪ হাজার ৬৫৯ ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ দেওয়া হয়।

২০১৮ সালে দেশটির বৃহত্তম জেলা আদালত এসসিসির প্রধান হওয়ার জন্য মিহাইলোভ যে চেষ্টা চালান সে বিষয়ে রিপোর্ট করেছিলেন প্রতিবেদক বরিস। তখন মিডিয়াপুলের প্রধান সম্পাদক ছিলেন জর্জিভা। আদালত ওই সময় প্রকাশিত চারটি প্রতিবেদন পরীক্ষা করে এবং মানহানির দায়ে গত বছরের ২১ ডিসেম্বর রায় দেন বিচারক ড্যানিয়েলা পোপোভা।

সূত্র: ভয়েজ অব আমেরিকা

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।