ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিঙ্গাপুরে টিকা না নিলে থাকবে না চাকরি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
সিঙ্গাপুরে টিকা না নিলে থাকবে না চাকরি

মহামারী প্রতিরোধে টিকাদানের আওতা বাড়াতে নতুন নীতি কার্যকর করছে সিঙ্গাপুরে গঠিত উপদেষ্টা পরিষদ। এতে দেশটির বিভিন্ন খাতে কর্মরত যেসব কর্মী এখনও টিকা নেননি, তারা চাকরি খোয়ানোর ঝুঁকিতে আছেন।

শনিবার (১৫ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে এতদিন যেসব কর্মী নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হিসেবে শনাক্ত হতেন, তাদের টিকা নিতে চাপ দেওয়া হতো না। কিন্তু শুক্রবার (১৪ জানুয়ারি) এই নীতিতে পরিবর্তন এনেছে দেশটির সরকার।

উপদেষ্টা পরিষদের বিবৃতিতে বলা হয়, যেসব কর্মী এখনও টিকার কোনো ডোজ নেননি তাদের কর্মস্থলে আসতে বাধা দেওয়া হবে। প্রাথমিকভাবে বলা হবে, বাড়িতে থেকে কাজ করতে। অন্যত্থায় তাদের চাকরিচ্যুত করা হবে। তবে স্বাস্থ্যগত কারণে যারা টিকা নিতে পারছেন না, তাদের ছাড় দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট জনসংখ্যার ৮৭ শতাংশ টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন। আর টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছেন মোট জনসংখ্যার অর্ধেক।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় সচিব রাহায়উ মাহজাম বলেন, সিঙ্গাপুরে এখনও টিকার কোনো ডোজ নেননি এমন মানুষের সংখ্যা অন্তত ৪৮ হাজার জন। যদি তাদের অর্ধেকও করোনায় আক্রান্ত হন, সেক্ষেত্রে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চাপ সৃষ্টি হবে। আমরা দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে চাই।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।