ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘আবুধাবির ভবনগুলো আমাদের নাগালে আছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
‘আবুধাবির ভবনগুলো আমাদের নাগালে আছে’

ইয়েমেনের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধ তৎপরতা বাড়ানোর বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির আল-মাসিরা পত্রিকা।  

তারা বলেছে, আবুধাবির ভঙ্গুর কাচের সুউচ্চ ভবনগুলো তাদের ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যেই আছে।

 

শনিবার ওই পত্রিকায় এক নিবন্ধে বলা হয়, ভাড়াটে গেরিলা এবং উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে ইয়েমেনের মারিব ও শাবওয়া প্রদেশে পাঠিয়ে বিপজ্জনক খেলায় মত্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত।

পর্যবেক্ষকরা নিশ্চিত, সংযুক্ত আরব আমিরাতের এই তৎপরতার জন্য মারাত্মক পরিণতি অপেক্ষা করছে। দেশটির জনজীবন, সম্পদ এবং অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে। সেখানকার তেলের স্থাপনাগুলো আর সুউচ্চ ভবনগুলোতে পৌঁছানো খুবই সহজ। সূত্র: পার্সটুডে

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।