ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এক বৈঠকে অলৌকিক কিছু আশা করা ঠিক নয়: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এক বৈঠকে অলৌকিক কিছু আশা করা ঠিক নয়: তুরস্ক তুরস্কের আন্তালিয়া শহরে বৈঠক করেন রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা

তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে শান্তি আলোচনার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাভাসগলু বৈঠকটিকে ‘গুরুত্বপূর্ণ সূচনা’ বলে উল্লেখ করেছেন।

তুরস্কের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, মাত্র একটি বৈঠক থেকে অলৌকিক কিছু আশা করা ঠিক নয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ১৫তম দিনে প্রথমবারের মতো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় তুরস্কের আন্তালিয়ায়।

বৈঠকে উপস্থিত ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। কোনো প্রকার সামাধান ছাড়াই এই আলোচনা শেষ হয়।

বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক অসুবিধা সত্ত্বেও আমি বলবো, একটি ভালো বৈঠক হয়েছে। আমরা মানবিক করিডর খোলা রাখার ওপর জোর দিয়েছিলাম।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে তুরস্ক নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চেষ্টা করছে। উভয় দেশের সঙ্গেই তাদের কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।