ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিম উপকূলে নৌচলাচলে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জুন ২৫, ২০১০

সিউল: উত্তর কোরিয়া তার দেশের পশ্চিম উপকূলের নির্দিষ্ট কিছু অংশে নৌচলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এ ঘটনার পর আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হচ্ছে কিনা সেদিকে তাঁরা সতর্ক দৃষ্টি রাখছেন।


এদিকে পশ্চিমের বন্দরনগরীর নামপো’র কাছে ১৯ জুনে বলবৎ হওয়া এ নিষেধাজ্ঞা  ২৭ জুন পর্যন্ত জারি থাকবে বলে ইয়োনহাপ সংবাদ সংস্থার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়। তবে দক্ষিণ কোরিয়া এর সত্যতা অস্বীকার করেছে। উল্লেখ্য, নিষেধাজ্ঞা জারি করা অঞ্চলটি দুই কোরিয়ার মধ্যবর্তী বিতর্কিত জলসীমার কাছে উত্তরে অবস্থিত।

দণি কোরিয়ার এক মুখপাত্র বলেন, “এ পদক্ষেপটিকে উত্তর কোরীয় সেনাবাহিনীর স্বাভাবিক কাজকর্মের অংশ হিসাবেই দেখা হচ্ছে, তবে আমরা তাদের কাজকর্মের উপর সতর্ক নজর রাখছি। ”

উত্তর কোরিয়ার এ পদক্ষেপের উদ্দেশ্য সশস্ত্র মহড়া, নাকি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-পরীক্ষা চালানো তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ বলেন, ‘আমরা এখনও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার কোনো তৎপরতা লক্ষ্য করিনি। ’

উল্লেখ্য, উত্তর কোরিয়া প্রায়ই পরীক্ষামূলকভাবে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে থাকে। তবে গত মার্চে সমুদ্রসীমায় দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় ৪৬ জনের মৃত্যুর পর দ’ুদেশের মধ্যে বর্তমানে ব্যাপক উত্তেজনা চলছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১২০ ঘন্টা, জুন ২৫, ২০১০
এনজে/ডিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।