ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বিক্ষোভকারীদের থানায় নিয়ে বেধড়ক পেটাচ্ছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুন ১২, ২০২২
ভারতে বিক্ষোভকারীদের থানায় নিয়ে বেধড়ক পেটাচ্ছে পুলিশ বিক্ষোভকারীদের থানায় নিয়ে বেধড়ক পেটাচ্ছে পুলিশ

একটি থানার ভেতর  নয়জনকে বেধরড়ক পেটাচ্ছে দুই পুলিশ সদস্য । আর তা থেকে বাঁচতে আকুতি মিনতি করছেন তারা।

সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছেন উত্তর প্রদেশের বিজেপির সংসদ সদস্য শালভ মণি ত্রিপাঠী। যা এরইমধ্যে ভাইরাল হয়েছে।  

পোস্ট করা ওই ভিডিওতে শালভ মণি ত্রিপাঠী বলেন, দাঙ্গাকারীদের ফিরতি উপহার দেওয়া হচ্ছে।  

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শালভ মণি ত্রিপাঠী একজন সাবেক সাংবাদিক। তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গণমাধ্যম উপদেষ্টা।  

তবে এই ঘটনা কখন কোন থানায় ঘটেছে তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি ত্রিপাঠী।

এদিকে এনডিটিভি জানিয়েছে, ভিডিওটি দুদিন আগে সাহারানপুরের একটি থানা থেকে ধারণ করা হয়েছিল।  মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর  ভারতের বিভিন্ন স্থানের মতো সারারানপুরেও বিজেপির দুই মুখপাত্রের বিরুদ্ধে  আন্দোলন হয়। এই আন্দোলন এক সময়ে সংঘর্ষে রূপ নেয়। সেখান থেকে গ্রেফতার হওয়া ব্যক্তিদের এমন বেধড়কভাবে পেটাচ্ছে পুলিশ।  

উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, এই ধরনের ঘটনা বিচার ব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করবে।  

উত্তর প্রদেশ পুলিশ এখন পর্যন্ত আন্দোলনে অংশ নেওয়ায় তিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুন ১২, ২০২২
ইআর 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।