ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এবার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান  ভূমিকম্পে কেঁপে উঠল ইরান 

ইরানের দক্ষিণাঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ জুন) সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। তবে এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতেও এই ভূমিকম্প আঘাত হেনেছে।   

সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটেরোলোজির (এনসিএম) পক্ষ থেকে একটি টুইট বার্তায় জানানো হয়,  রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ ।  

একটি বিবৃতিতে এনসিএম জানায়, এই ভূমকিকম্পটি আরব আমিরাতে হালকা অনুভূত হয়।  

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইরানের চরক বন্দর ও কিশ দ্বীপের মাঝামাঝি এলাকা ।  ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২২ দশমিক ৩ কিলোমিটার গভীরে।  

কর্মকর্তারা ইরানের রাষ্ট্রীয় টিভিকে জানিয়েছেন,  একই অঞ্চলে গত ১০ দিনে প্রায় ১০০টি ভূমিকম্প আঘাত হেনেছে।   

সূত্র: গালফ নিউজ

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুন ২৫, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।