ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার সহকারী তেলমন্ত্রীর পক্ষত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, মার্চ ৮, ২০১২
সিরিয়ার সহকারী তেলমন্ত্রীর পক্ষত্যাগ

দামেস্ক: সিরিয়ার বাশার আল আসাদ সরকারের মন্ত্রীসভার একজন সদস্য পক্ষত্যাগ করে সরকারবিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন। সিরিয়ার সহকারী তেলমন্ত্রী আবদু হুসামেদ্দিন নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে বলেছেন, তিনি সরকারবিরোধী আন্দোলনে যোগ দিতে যাচ্ছেন ।



ইউটিউবে পদত্যাগের এই ঘোষণা সম্বলিত একটি ভিডিও প্রচারিত হয় বলে জানায় সংবাদমাধ্যম।

বছরব্যাপী চলমান সিরিয়ার বাশার বিরোধী আন্দোলনে তিনিই হলেন এখন পর্যন্ত সরকারের সর্বোচ্চ পর্যায়ের কোন কমকর্তা যিনি পক্ষত্যাগ করে বিরোধী পক্ষে যোগ দিলেন।

আবদু হুসামেদ্দিন বুধবার দিনের শেষ ভাগে ইউটিউবে তার এই ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ‘আমি আবদু হুসামেদ্দিন সিরিয়ার সহকারী তেল এবং খনিজ-সম্পদ মন্ত্রী সরকারি পক্ষ ত্যাগের ঘোষণা দিচ্ছি, ,মন্ত্রীসভা থেকে পদত্যাগ করছি এবং একই সঙ্গে বাথ পার্টির সদস্যপদ থেকেও পদত্যাগ করছি। ’

তিনি আরও বলেন,‘আমি জনগনের বিপ্লবে যোগ দিচ্ছি যারা শাসকদের অবিচার ও নৃশংসতা প্রত্যাখান করেছে। ’

৫৮ বছর বয়সী হুসামেদ্দিন গত আগস্ট’২০০৯ এ সহকারী মন্ত্রী হিসেবে বাশার আল আসাদ সরকারের মন্ত্রী সভায় অর্ন্তভূক্ত হন।

তার এই ঘোষণার ব্যাপারে সিরীয় সরকার এখনও কোন আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি।

‘হোমস বিধ্বস্ত’, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধানের করা মন্তব্যের পরপরই তিনি এই পদত্যাগের ঘোষণা দিলেন বলে জানায় সংবাদমাধ্যম।

এর আগে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক প্রধান ভ্যালেরি রামোস সহিংসতা বিক্ষুদ্ধ হোমস পরিদর্শন করেন। সেখানে সরকারি বাহিনীর গোলায় বিধ্বস্ত বাব আমর পরিদর্শন করে একে একটি বিধ্যস্ত ও ভুতুড়ে শহর বলে অভিহিত করেন তিনি।

বিরোধী আন্দোলনকারীদের কঠিন প্রতিরোধের মুখে সরকারি সেনারা মাসব্যাপী গোলাবর্ষণের পর এই শহরটির নিয়ন্ত্রন পুনরায় গ্রহণ করতে সক্ষম হয়।

শহরে প্রবেশ করার পর থেকেই সরকারি সেনারা গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করছে আন্দোলনকারীরা। তবে দামেস্ক এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে এর পেছনে দায়ী বিদ্রোহীরা।

আন্তর্জাতিক গণমাধ্যমের সিরিয়ায় প্রবেশ কঠোর ভাবে নিয়ন্ত্রিত, তাই উভয়পক্ষের দাবি সম্পর্কে নিরপেক্ষ তথ্য যাচাই করা বাইরের দুনিয়ার পক্ষে অনেকটাই কঠিন।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।