ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রতিদ্বন্দ্বীদের সরে দাঁড়ানোর আহবান জানালেন রমনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, মার্চ ৮, ২০১২
প্রতিদ্বন্দ্বীদের সরে দাঁড়ানোর আহবান জানালেন রমনি

ওয়াশিংটন: সুপার টিউসডেতে জয়লাভকারী  মিট রমনির প্রচারণা শিবির অপর প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর আহবান জানিয়েছে।

সুপার টিউসডেতে ব্যাপক সাফল্যের পর আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা রমনিশিবির প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে করে বলেছে, মনোয়নলাভের দৌড়ে তারা আর রমনিকে ধরতে পারবেন না।



রমনির এক নির্বাচনী পরামর্শক বুধবার এ প্রসঙ্গে বলেন , ‘সুপার টিউসডের ফলাফলের পর এটা পরিষ্কার রমনির প্রতিদ্বন্দ্বীরা সাধারণ পাটিগণিতকে অস্বীকার করে প্রকৃতপক্ষে বারাক ওবামাকেই সাহায্য করছেন। ’

কিন্তু রমনি শিবিরের এই আহবানে কান দেননি অপর প্রতিদ্বন্দ্বীরা। রিক স্যান্টোরাম ও নিউট গিংগ্রিচ উভয়পক্ষ থেকেই জানানো হয়েছে ,লম্বা লড়াইয়ের প্রস্তুতি নিয়েই তারা ময়দানে নেমেছেন।

রমনি সুপার টিউসডের দিনে অনুষ্ঠিত ১০টি অঙ্গরাজ্যের রিপাবলিকান প্রাইমারির মধ্যে ছয়টিতেই জয়লাভ করেছেন। তবে এখনও তিনি প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত হওয়ার মত অবস্থায় নেই ।
 
রমনির পরামর্শক রিচ বেসন বুধবার বলেন, সুপার টিউসডের ফলাফল গভর্নর রমনির প্রতিদ্বন্দ্বীদের রিপাবলিকান প্রার্থিতা নিশ্চিত হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দিয়েছে।

তবে রমনি শিবিরের এই আহবানকে প্রত্যাখান করেছে স্যান্টোরাম পক্ষ। পূর্ণ উদ্যমে লড়াই চালিয়ে যাওয়া হবে বলে ঘোষণা করেছেন তারা।

এ প্রসঙ্গে তারা বলেন, ‘পুরো খেলাটাই পড়ে আছে, এখনো ২৮টি রাজ্যের প্রাইমারি বাকি। ’
 
টেনেসি, ওকলাহোমা এবং নর্থ ডাকোটায় জয়লাভের মাধ্যমে তিনি মিট রমনির সত্যিকারের রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী হিসেবে আবিভূর্ত হয়েছেন বলে দাবি করেছেন সাবেক পেনসিলভানিয়া সিনেটর রিক স্যান্টোরাম ।

এদিকে রিপাবলিকান দলের রক্ষণশীলরা আবার নিউট গিংগ্রিচকে লড়াই থেকে সরে দাঁড়ানোর আহবান জানিয়েছেন ।

নিউট গিংগ্রিচ সরে দাঁড়ালেই সত্যিকারের রক্ষণশীলদের প্রতিনিধি হিসেবে স্যান্টোরাম রমনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা আরো ভালোভাবে করতে পারবেন বলেই দাবি করেন তারা।

তবে সুপার টিউসডেতে জর্জিয়ায় জয়লাভকারী গিংগ্রিচ স্যান্টোরাম পক্ষের আহবান প্রত্যাখান করে বলেছেন, তিনি মনে করেন না স্যান্টোরাম জিততে পারবেন। তাই রমনির বিরুদ্ধে প্রকৃত রক্ষণশীলদের প্রতিনিধি হিসেবে তিনি লড়াই চালিয়ে যাবেন।

এদিকে সুপার টিউসডেতে কোন অঙ্গরাজ্যে জয়লাভে ব্যর্থ রন পল কথা ছোঁড়াছুঁড়িতে অংশ না নিয়ে নিশ্চুপ রয়েছেন।
তবে তিনি লড়াই থেকে সরে দাঁড়ানোর কোন ঘোষণাও দেননি।

এখন রিপাবলিকান প্রার্থিতা নিশ্চিত করার জন্য প্রার্থীদের তাকিয়ে থাকতে হবে এপ্রিল মাস পর্যন্ত। ওই সময় কানেকটিকাট, নিউইয়র্ক, পেনসিলভানিয়া এবং রোড আইল্যান্ডে প্রাইমারি অনুষ্ঠিত হবে।

তবে পর্যবেক্ষকরা ধারণা করছেন প্রতিদ্বন্দ্বীতা যদি এ রকম চলতে থাকে তবে শেষ পর্যন্ত ইউটাহতে ২৬ জুন অনুষ্ঠেয় শেষ প্রাইমারিতেই ফয়সালা হবে রিপাবলিকান মনোনয়ন আসলে কে পাবেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।