ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পৃথিবীতে ধেয়ে আসছে সৌরঝড়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, মার্চ ৮, ২০১২
পৃথিবীতে ধেয়ে আসছে সৌরঝড়

ওয়াশিংটন: খুব শিগগিরই পৃথিবীতে বড় ধরণের সৌরঝড়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এই সৌরঝড়ের আঘাতে বিদ্যুৎ সরবরাহ, উপগ্রহ যোগাযোগ এবং বিমান চলাচল ব্যবস্থা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।



মার্কিন আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত ৫ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় সৌরঝড়। সৌরঝড়ের প্রভাবে বিপুল পরিমান চার্জিত বিদ্যুৎ কণা পৃথিবীর বুকে আছড়ে পড়বে। চলতি সপ্তাহের প্রথম দিকে সূর্যের উপরিতলে সংঘটিত বিস্ফোরণের ফলেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান তারা।

তবে এই এই সৌরঝড় জ্যোতির্বিদদের জন্য এক সুবর্ণ সুযোগ করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিজ্ঞানীরা জানিয়েছেন আবহাওয়া পরিষ্কার থাকলে পৃথিবীর উত্তর অক্ষাংশ বরাবর আকাশে সৌরঝড়ের ফলে সৃষ্ট আলোর শিখা দেখা যাবে।

ব্রিটিশ জিওলজিক্যাল সারভে বলেছে, বৃহস্পতিবার রাতে ব্রিটেন থেকে এ দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।

এদিকে মেরু এলাকায় ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে বলে ওই সময়ে এসব রুটে চলাচলকারী বিমানগুলিকে ভিন্ন পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে মার্কিন ‘ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন’ বিশেষজ্ঞ জোসেফ  কানচস বলেন, “সৌরঝড়টি একেবারে আমাদের নাকের ওপর আঘাত করবে। ” তার ভাষায় “গত ২৪ ঘন্টায় নভো-আবহাওয়া ভীষণ রহস্যময় হয়ে উঠেছে। ”

এই ঝড়ের প্রভাবে চার্জিত কণাগুলি ঘন্টায় ৪০ লাখ মাইল বেগে পৃথিবীর উপর আছড়ে পড়বে। আগামী শুক্রবার সকাল পর্যন্ত এ অবস্থা চলবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের সংগৃহীত সূর্যের উপরিভাগের ছবিতে বড় ধরনের চৌম্বক শক্তির অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। গত দশকগুলোতেও এ ধরনের চৌম্বকঝড় দেখা গেছে। ১৯৭২ সালে ঘটে যাওয়া তেমনই একটি ঝড়ে মার্কিন অঙ্গরাজ্য ইলিনয়েসে দূরপাল্লার টেলিযোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।