ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে পৃথক হামলায় নিহত ১৭ আহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, মার্চ ৮, ২০১২
ইরাকে পৃথক হামলায় নিহত ১৭ আহত ২৪

বাগদাদ : বুধবার ইরাকে পৃথক হামলায় ১৭ জন নিহত হয়েছেন। ২৯ মার্চ রাজধানী বাগদাদে অনুষ্ঠেয় ঐতিহাসিক আরব সম্মেলনের প্রাক্কালে এ হামলার ঘটনা ঘটলো।



সহিংসতায় কমপক্ষে আরো ২৪ জন আহত হন। সন্দেহভাজন আল কায়েদা গেরিলাদের হামলায় ২৭ পুলিশ নিহত হওয়ার মাত্র দুই দিন পরই বুধবারের এই হামলা সংঘটিত হলো।

উত্তরাঞ্চলীয় তাল আফার শহরে জোড়া বোমা বিস্ফোরণে মারা গেছেন ১৪ জন। শহরটির পশ্চিমে প্রথমে একটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়। এর পাঁচ মিনিট পরই ঘটনাস্থলে এক আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে এসে নিজেকে উড়িয়ে দেন। এতে ১৪ জন নিহত এবং অপর ১৫ জন আহত হন। শহরের মেয়র আবিদ আল আব্বাস সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। শিয়া অধ্যুষিত তাল আফার শহরটি রাজধানী বাগদাদের ৩৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।

এর পাশাপাশি রাজধানী বাগদাদে দুটি পৃথক হামলার ঘটনায় তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন। গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে চলমান সহিংসতার মধ্যেই আগামী ২৯ মার্চ বাগদাদে আরব লিগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরাকি প্রেসিডেন্ট জালাল তালাবানি বলেছেন, সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ। আরব নেতাদের বরণ করে নিতে বাগদাদ প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময় : ১৩২৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।