নয়াদিল্লি : তুলা রফতানির ওপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষিতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং অবশেষে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন।
এই নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে উৎপাদনকারী এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে তিনি এই নির্দেশ দিলেন বলে জানায় সংবাদমাধ্যম।
ভারত সোমবার নিজেদের কাপড় কলগুলোতে তুলা সরবরাহ নিশ্চিত করতে তুলা রফতানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করে।
অনেক রাজ্যে তুলা উৎপাদন ব্যাহত হওয়ায় এবং বিদেশে হঠাৎ করে তুলার চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতের কারখানাগুলো তুলা সঙ্কটে পড়তে পারে এ আশঙ্কায় মূলত তুলা রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল কর্তৃপক্ষ।
ভারতের তুলার প্রধান ক্রেতা হলো চীন। ভারতীয় তুলা উৎপাদনের ৮০ শতাংশ তারা একাই আমদানি করে থাকে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদন এবং রফতানিকারী রাষ্ট্র।
এদিকে ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ার ইতোমধ্যেই প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘এ বছর উৎপাদন বৃদ্ধি পাওয়ার কারণে কৃষকরা ইতোমধ্যেই ন্যায্য দাম পাচ্ছে না বলে অভিযোগ করছে। ’
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীও মনমোহন সিংকে চিঠি দিয়ে প্রশ্ন করেছেন, কেন তাদের সঙ্গে আলোচনা না করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে গুজরাট। গুজরাট ভারতের শীর্ষস্থানীয় তুলা উৎপাদনকারী রাজ্য।
এসব বিবেচনায় অবশেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে মনমোহন সিং শুক্রবার তার মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বিষয়টি পুনর্বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
তুলা রফতানির ওপর নিষেধাজ্ঞা জারির ভারতীয় এ সিদ্ধান্তের পরপরই আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময় : ১৪১২ ঘণ্টা, মার্চ ৮, ২০১২