ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

হাইতিতে কলেরার জীবাণু বয়ে নিয়ে গেছে এশীয় সেনারা?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, মার্চ ৮, ২০১২

ঢাকা : হাইতিতে কলেরার প্রাদুর্ভাবের জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সেনারা দায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন হাইতিতে জাতিসংঘের বিশেষ দূত এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

তিনি বলেছেন, দক্ষিণ এশিয়া থেকে আগত শান্তিরক্ষী বাহিনীর কোনো সেনা হয়ত নিজের অজান্তেই শরীরে এই জীবাণু বহন করে এনে থাকতে পারে।



কলেরা আক্রান্ত রোগীদের দেখতে হাইতির একটি হাসপাতাল পরিদর্শন করার সময় সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ক্লিনটন।

হাইতিতে ২০১০ সালের জানুয়ারিতে সংঘটিত প্রলয়ংকরী ভুমিকম্পের পরপরই দেশটিতে পানিবাহিত রোগ কলেরা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে।

তবে এ ব্যাপারে নিজে নিশ্চিত নন বলেও স্বীকার করেছেন ক্লিনটন। তিনি বলেছেন, ‘আমি জানি না আসলে প্রকৃতপক্ষে কে হাইতিতে কলেরা নিয়ে এসেছে। তবে হতে পারে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দক্ষিণ এশিয়া থেকে আগত কোনো সেনা নিজের অজান্তেই এই ব্যাকটেরিয়া সঙ্গে করে নিয়ে এসেছে। ’

হাইতির পানির উৎসে ওই ব্যক্তির মলমূত্র মিশে যাওয়ার মাধ্যমে কলেরার জীবাণু ছড়িয়ে সাধারণ হাইতিয়ানদের সংক্রমিত করতে পারে বলে তিনি অভিমত দেন।

তবে ক্লিনটন হাইতিতে মহামারীর কারণ হিসেবে দেশটির অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকেই মূলত দায়ী করেছেন।

এদিকে ‘ইনস্টিটিউট ফর জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি ইন হাইতি’র পরিচালক ব্রায়ান কনক্যানন দাবি করেছেন, হাইতির কলেরার জন্য জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীই দায়ী। তিনি ইতোমধ্যেই এ ব্যাপারে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে দায়ী করে একটি অভিযোগ দায়ের করেছেন।

হাইতি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০১০ সালের পর থেকে হাইতিতে কলেরার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এ যাবত ৭ হাজার লোক মারা গেছে এবং আরও ৫ লাখ ২৬ হাজার লোক এ রোগে আক্রান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।