ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, মার্চ ৮, ২০১২
থাইল্যান্ডে বোমা বিস্ফোরণে ৪ সেনা নিহত

ঢাকা : থাইল্যান্ডের মুসলমান অধ্যুষিত দক্ষিণাঞ্চলে পৃথক স্থানে বোমা বিস্ফোরণে চার সেনা ও সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে দুই মুসলিম নিহত হয়েছে।

বৃহস্পতিবার থাই পুলিশ জানিয়েছে, গত বুধবার সকালের দিকে মালয়েশিয়া সীমান্তের কাছাকাছি নারাঠিবাত প্রদেশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে নিরাপত্তা দেওয়ার কাজে সেনারা দুটি গাড়িতে করে টহল দেওয়ার সময় বিস্ফোরণের কবলে পড়ে। স্থানীয় সন্দেহভাজন বিদ্রোহীদের হাতে গুলিবিদ্ধ এক মুসলিম গ্রামবাসীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে ফিরে যাওয়ার পথে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের শিকার হয়।

এদিকে বৃহস্পতিবার সকালে পৃথক আরেকটি ঘটনায় একই অঞ্চলে দুই বন্দুকধারীর গুলিতে একজন মুসলিম রাবার চাষি নিহত এবং তার স্ত্রী গুরুতর আহত হয়েছে।

বাংলাদেশ সময় : ১৬৪০ ঘণ্টা, মার্চ ৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।