হাভানা : আগামী এপ্রিলে কলম্বিয়ায় অনুষ্ঠেয় আমেরিকান জাতি সমূহের সম্মেলনে কিউবা যোগ দেবে না বলে নিশ্চিত করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস।
সম্মেলনে কিউবার যোগদান নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির পর হাভানায় কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠকের পর এ কথা জানিয়েছেন প্রেসিডেন্ট সান্তোষ।
কারতাহেনা সম্মেলনে যুক্তরাষ্ট্র কিউবার উপস্থিতির তীব্র বিরোধিতা করার জবাবে ভেনিজুয়েলার নেতৃত্বাধীন লাতিন আমেরিকার বাম ব্লক হুঁশিয়ারি দেয়, সম্মেলনে হাভানার প্রতিনিধিত্ব না থাকলে তারা সম্মেলন বয়কট করবে। একারণে এপ্রিলের সম্মেলনটি প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল।
আমেরিকান সম্মেলন মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলোর জোট ‘অরগানাইজেশন অব আমেরিকান স্টেট’ বা ওএএস’র সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। কিউবাতে কমিউনিস্ট বিপ্লবের পর জোটে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়।
২০০৯ সালে কিউবার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলেও জোটে ওয়াশিংটনের অযাচিত প্রভাব বিস্তারের অভিযোগে জোটের সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানায় হাভানা।
এই অবস্থার মধ্যেই কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস কিউবা সফর করেন। গত কয়েক দশকে তিনিই প্রথম কলম্বিয়ান রাষ্ট্রপ্রধান যিনি হাভানা সফর করলেন।
কিউবাকে সম্মেলনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে তিনি প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে বৈঠক করেন এবং আপাত দৃষ্টিতে সফলও হয়েছেন।
আসন্ন আমেরিকান সম্মেলনে সভাপতিত্ব করতে যাওয়া কলম্বিয়ার প্রেসিডেন্ট সন্তোষ রাউল কাস্ত্রোকে এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশ সময় : ১৭২৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১২