ঢাকা : ইরানের সঙ্গে ইসরায়েলের সম্ভাব্য সামরিক সংঘাতে আক্রান্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছে হামাস। বর্তমানে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একজন শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
পশ্চিমাদের ধারণা ইসরায়েল ইরানে হামলা চালালে হামাস ও হিজবুল্লাহর মাধ্যমে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালাতে পারে।
ফিলিস্তিন এবং লেবাননের এই দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক শক্তিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়।
সংঘাতে জড়ানোর সম্ভাবনাকে প্রত্যাখ্যান করে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় হামাস নেতা মোহাম্মদ জাহার বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক অক্ষের অংশ নই। ’
তবে তিনি দৃঢ়ভাবে বলেন, যদি ইসরায়েল প্রথম হামলা চালায় তবে তারা অবশ্যই কড়া জবাব দেবেন। তবে যদি তারা তা না করে তবে হামাস কোনো আঞ্চলিক সংঘাতে অংশ নেবে না।
ইসরায়েলের দক্ষিণে হামলা চালানোর ব্যাপারে হামাসের সামর্থ্য সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা আমাদের ক্ষমতাকে বাড়িয়ে দেখাতে চাই না। আমরা এমনিতেই বেকারত্ব, অবরোধ এবং সম্প্রতি সংঘটিত দুটি যুদ্ধের ধকল এখনও কাটিয়ে উঠতে পারিনি। ’
২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নিলে ইসরায়েল সেই থেকে এখন পর্যন্ত গাজা অবরোধ করে রেখেছে। গাজাতে ইতোমধ্যেই হামাস এবং ইসরায়েল দুই বার স্বল্পস্থায়ী যুদ্ধে জড়িয়ে পরে।
বাংলাদেশ সময় : ১৭৫২ ঘণ্টা, মার্চ ৮, ২০১২