ঢাকা : ইয়েমেনে মানবিক সঙ্কট ক্রমেই বাড়ছে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। এছাড়া দেশটিতে সাম্প্রতিক সময়ে আল কায়েদা জঙ্গিদের হামলা বেড়ে যাওয়ার ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি।
গত বুধবার জাতিসংঘ মহাসচিবের ইয়েমেন বিষয়ে বিশেষ উপদেষ্টা জামাল বেনোমার সতর্ক করে দিয়ে বলেছেন, শিশুদের অব্যাহতভাবে অপুষ্টিতে ভোগার দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইয়েমেন। এ অবস্থা মোবাবিলার জন্য পর্যাপ্ত সহায়তা না পেলে কমপক্ষে ৫ লাখ শিশু অপুষ্টিজনিত সমস্যায় মারা যেতে পারে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইয়েমেন বিষয়ে প্রতিবেদন দেওয়ার পর বেনোমার সাংবাদিকদের জানান, আরব বিশ্বের সবচে দরিদ্র এই দেশের ৩০ লাখ মানুষের জরুরিভিত্তিতে ত্রাণ সহায়তা দরকার। এর জন্য আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিনোমার আরো বলেন, ইয়েমেনে রাজনৈতিক অস্থিরতা শুরুর পর ৬৮ লাখ মানুষ প্রয়োজনীয় খাবার পাচ্ছে না। আর ওই রাজনৈতকি অস্থিরতার সুযোগে আরব উপদ্বীপে আল কায়েদা তাদের অবস্থান পাকাপোক্ত করতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আক্ষেপ করে বলেন, জাতিসংঘ মানবিক সহায়তা সংস্থা ইয়েমেনের জন্য ৪৪ কোটি ৬০ লাখ ডলার অনুদান চেয়েছিল কিন্তু এখন পর্যন্ত মাত্র ১৫ শতাংশ সংগৃহিত হয়েছে।
এদিকে ইয়েমেনে সাম্প্রতিক সময়ে আল কায়েদার তৎপরতা নিয়ে বিনোমার বলেন, দেশটির রাজনৈতিক সংকটের মূল কারণ বিভিন্ন অঞ্চলে আল কায়েদার মতো সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে সরকারের নিয়ন্ত্রণ হারানো, যা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তিনি ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগের কথা জানান।
আল কায়েদা নিয়ে বিনোমারের মন্তব্য এমন সময় এল যখন ইয়েমেন সরকার এই সমস্যা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। গত রোববারই দেশটির দক্ষিণাঞ্চলে আল কায়েদা জঙ্গিদের হামলায় কমপক্ষে ২শ’ সেনা নিহত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২