ঢাকা : বাশার আল আসাদের ‘বৈধ সরকারের’ বিরুদ্ধে যুদ্ধ করতে সিরীয় বিদোহীদের জন্য লিবিয়া প্রশিক্ষণ কেন্দ্র খুলেছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
গত বুধবার জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে এই অভিযোগ তুলে ধরেন।
তিনি বলেন, ‘এমন একটি খবর জেনে আমরা উদ্বিগ্ন যে, লিবিয়া কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় সেখানে একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেখানে সিরিয়ার তথাকথিত বিপ্লবীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ’
চুরকিন দাবি করেন, একটা ‘বৈধ সরকারের’ ওপর হামলা করতে সিরিয়াতে বিদ্রোহীদের পাঠানো হচ্ছে। এটা অগ্রহণযোগ্য। এ ধরনের কাজ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নষ্ট করবে বলে তার আশঙ্কা।
উল্লেখ্য, গত বছরের মার্চে সিরিয়াতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহ শুরুর পর সরকারি বাহিনীর হাতে সাড়ে সাত হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে জাতিসংঘের দাবি।
তবে সরকার এসব হতাহতের জন্য কিছু সশস্ত্র গ্রুপকে দায়ী করে আসছে।
সিরিয়াতে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমনমূলক আচরণ ও সহিংসতা বন্ধে আসাদ সরকারের বিরুদ্ধে আনা অবরোধ প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর কারণে ব্যর্থ হয়ে গেছে। রাশিয়া ও চীন সব সময় বলে আসছে, আলোচনার মাধ্যমেই সিরিয়া সমস্যার সমাধান সম্ভব। বহিরাগত শক্তির হস্তক্ষেপে সিরিয়ার অবস্থা লিবিয়ার মতো হতে পারে বলে তাদের আশঙ্কা।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২