ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভাঁজ করে রাখা যাবে যে গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, মার্চ ৮, ২০১২
ভাঁজ করে রাখা যাবে যে গাড়ি

ঢাকা : পরিবেশের ক্ষতি করবে না, এই দুর্মূল্যের বাজারে অযথা জ্বালানি খরচ বাড়াবে না আর পার্কিংয়ের জন্য বেশি জায়গাও লাগবে না এমন গাড়িই চান আধুনিক হিসেবি মানুষেরা। আর তাদের কথা বিবেচনা করেই বিশ্বে সর্বপ্রথম ভাঁজ করা যায় এমন গাড়ি বানিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান এমআইটি মিডিয়া ল্যাব।



স্পেন সরকার, বাস্ক বিজনেস এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত এমআইটি মিডিয়া ল্যাব যৌথভাবে এই গাড়িটি তৈরি করেছে। দুই আসনের এই গাড়ি চলবে সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে। যে লিথিয়াম আয়ন ব্যাটারি শক্তি সরবরাহ করবে সেটি বানিয়েছে ডান্ডির বিখ্যাত কোম্পানি অ্যাক্সিওন।

গাড়িটির সবচে বড় সুবিধা হলো, এর পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা লাগবে না। চাইলেই ভাঁজ করে রাখা যাবে।

চমক আছে আরো, গাড়ির কোনো স্টিয়ারিং হুইল নেই। সে স্থানে আছে একটা জয়স্টিক।

তবে আকারে ছোট হওয়ায় গাড়িটিতে চালক ও অন্য আরোহীর জন্য প্রবেশ ও বাহিরের জন্য একটি মাত্র দরজা রাখা হয়েছে।

উদ্ভাবকরা জানাচ্ছেন, বাবল কার ধরনের এই গাড়িটি অনেকটা পিউগিট বিবি-১ এবং জেনারেল মটরের তৈরি ইএন-ভি মডেলের গাড়ির মতো হবে। ২০১৩ সালের মধ্যে এটির বাণিজ্যিক উৎপাদন সম্ভব হবে বলে আশা করছেন নির্মাতারা। আর প্রথমে ইউরোপ আমেরিকার কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এটি চালানো হবে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।