ঢাকা: অবৈধভাবে অনুপ্রবেশ ও বসবাসের জন্য আল কায়েদার নিহত নেতা ওসামা বিন লাদেনের বিধবা তিন স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান সরকার।
বৃহস্পতিবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, বিন লাদেনের তিন বিধবা স্ত্রী যাদের মধ্যে দু’জন সৌদি একজন ইয়েমেনি তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে।
গত বছরের ২ মে পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেন নিহত হন। এর পরই সেই বাড়ি থেকে বিন লাদেনের তিন বিধবা স্ত্রী এবং ১০ সন্তানকে নিজেদের হেফাজতে নেয় পাকিস্তান কর্তৃপক্ষ।
অভিযোগ গঠনের ব্যাপারে রেহমান মালিক ইসলামাবাদে সাংবাদিকদের বলেছেন, শুধু প্রাপ্ত বয়স্কদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। শিশুরা চাইলে এবং তাদের মায়েরা রাজি হলে তারা নিজেদের দেশে ফিরে যেতে পারে।
পাকিস্তানের আইন বিশেষজ্ঞরা বলছেন, সরকারের অভিযোগের ভিত্তিতে তারা আদালতে দোষী সাব্যস্ত হলে এর সর্বোচ্চ শাস্তি হবে পাঁচ বছর কারাদণ্ড।
আল কায়েদা কীভাবে কর্তৃপক্ষের অগোচরে একেবারে সেনা বাহিনীর নাকের ডগায় পাকিস্তান প্রায় পাঁচ বছর ধরে বসবাস করতে পারল তা তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল গত জুনে। এই কমিশনই সুপারিশ করে, জিজ্ঞাসাবাদ না করে বিন লাদেনের বিধবা স্ত্রীদের ছেড়ে দেওয়া ঠিক হবে না।
অ্যাবোটাবাদের বাড়িতে বিন লাদেনের সঙ্গে তিন স্ত্রী বসবাস করতেন। তাদের কারো কাছেই পাকিস্তানের ভিসা ছিল না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২