ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় শক্তি প্রয়োগে লাভ হবে না: কফি আনান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, মার্চ ৮, ২০১২
সিরিয়ায় শক্তি প্রয়োগে লাভ হবে না: কফি আনান

ঢাকা: সিরিয়ায় চলমান সংকট নিরসনে শক্তি প্রয়োগ করে কোনো ফল লাভ হবে না বরং পরিস্থিতি আরো খারাপ হবে বলে মত দিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব এবং আরব লিগের সিরিয়া বিষয়ে বিশেষ দূত কফি আনান। দেশটিতে বিদ্যমান পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।



বৃহস্পতিবার কায়রোতে সিরিয়া বিষয়ে আরব লীগের এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই মত প্রকাশ করেন কফি আনান।

চলমান সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান খোঁজাই শ্রেয় উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ দেশটিতে সংঘাত আরো বাড়িয়ে দিতে পারে।

তিনি বলেন, ক্রমাগত খারাপের দিকে যাওয়া এই সংঘাতময় পরিস্থিতির সমাধান দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সমঝোতার মধ্যেই নিহিত আছে। সেই সঙ্গে সমস্যার সমাধান সিরীয়দের নেতৃত্বে এবং তাদেরই নিজস্ব কায়দায় হওয়া উচিৎ বলে জোর দিয়ে বলেন কফি আনান।

কফি আনান আরো বলেন, ‘অন্যান্য আঞ্চলিক সংঘাতে সামরিক হস্তক্ষেপ পরিস্থিতি আরো খারাপ করে ফেলেছে। আমি আশা করি, এই পরিস্থিতিতে কেউ সামরিক হস্তক্ষেপের কথা গুরুত্বসহকারে ভাবছে না। ’

এছাড়া তিনি যেহেতু সিরিয়ায় যাচ্ছেন সেহেতু সেখানে হিংসা, হত্যা এবং সহিংসতা বন্ধে কর্তৃপক্ষের ওপর যথাসাধ্য চাপ দেবেন বলে উল্লেখ কফি আনান।

আগামী রোববার কফি আনানের নেতৃত্বে আরব লিগের একটি প্রতিনিধি দলের দামেস্কে পৌঁছার কথা রয়েছে। সেখানে তারা দেশটির চলমান সহিংসতা বন্ধে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের সঙ্গে আলোচনা করবেন।

উল্লেখ্য, জাতিসংঘের হিসাব মতে, গত বছরের মার্চ থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনে কমপক্ষে সাড়ে ৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।