ঢাকা: ইরানের পরমাণু স্থাপনাতে হামলা বিলম্বিত করার জন্য ইসলায়েলকে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুরু তাই নয় বিনিময়ে বাঙ্কার বিধ্বংসী বোমা এবং রিফুয়েলিং বিমানসহ আরো উন্নত অস্ত্র সরবরাহ দেওয়ার লোভনীয় প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ইসরায়েলি দৈনিক মারিভ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে, চলতি সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের সময় প্রেসিডেন্ট বারাক ওবামা এই প্রস্তাব দিয়েছেন।
ওবামার প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, আগামী নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরে এবং ২০১৩ সাল পর্যন্ত ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাবে না। ওই পত্রিকাটি পশ্চিমা কূটনীতিক এবং গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে এসব তথ্য দিয়েছে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি।
প্রসঙ্গত, গত সোমবার নেতানিয়াহু বলেছিলেন, ইরানের বিরুদ্ধে আনা পশ্চিমা অবরোধে কাজ হচ্ছে না। তিনি আরো বলেন, ‘ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আমরা অতো বেশি সময় অপেক্ষা করতে পারব না। ’
তবে আরেক মার্কিন সংবাদ মাধ্যমে গত বুধবার নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ অনিবার্য এমনটি তিনি মনে করেন না।
যুক্তরাষ্ট্রও কূটনৈতিক পন্থায় সমস্যার সমাধান খুঁজতে আগ্রহী। ওবামা প্রশাসন মনে করছে, কূটনৈতিকভাবে এই বিতর্কের সমাধান করার সুযোগ এখনো রয়েছে।
এদিকে বৃহস্পতিবার তথাকথিত পি৫+১ গ্রুপের দেশগুলোর পক্ষে এক বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, ইরানকে পরমাণু ইস্যুতে আন্তরিকতার সঙ্গে সংলাপে আসতে হবে। আর সে আলোচনা হতে হবে কোনো পূর্বশর্ত ছাড়াই।
পি৫+১ ভূক্ত দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি।
ভিয়েনাতে জাতিসংঘ পরমাণু শক্তি কমিশনের একটি বৈঠকে এই বিবৃতিটি দেওয়া হয়।
ইরানও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে। আলোচনার জন্য ইরানের প্রস্তাবিত প্রধান আলোচককে গত মঙ্গলবার গ্রহণও করেছে পি৫+১।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১২