ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কফি আনানের সংলাপ প্রস্তাব সিরীয় বিদ্রোহীদের প্রত্যাখান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, মার্চ ৯, ২০১২
কফি আনানের সংলাপ প্রস্তাব সিরীয় বিদ্রোহীদের প্রত্যাখান

ঢাকা : সিরিয়ার সঙ্কট সমাধানের জন্য জাতিসংঘ-আরবলীগ যৌথভাবে নিযুক্ত বিশেষ দূত কফি আনানের আহ্বানকে প্রত্যাখান করেছেন সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকারীরা। কফি আনান সম্প্রতি সিরিয়ার সঙ্কট সমাধানের জন্য সরকার এবং বিরোধী উভয়পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছিলেন।



সরকারবিরোধীরা তার এই আহ্বান প্রত্যাখান করে দাবি করেন, কূটনৈতিক প্রক্রিয়ার ওপর জোর দিতে গিয়ে তিনি বাশার আল আসাদ সরকারের পরিচালিত নিপীড়ন ও নির্যাতনকে অবজ্ঞা করেছেন।

বছরব্যাপী চলমান সরকারবিরোধী আন্দোলনের সময় বাশার-আল-আসাদ বাহিনীর অব্যাহত হত্যা, গ্রেফতার ও নির্যাতন আলোচনায় বসার সকল সুযোগকে নস্যাৎ করে দিয়েছে।

এক বিরোধী আন্দোলনকারী কফি আনানের এই প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেন, তার কন্ঠে বাশার আল আসাদের ইশারা প্রতিফলিত হচ্ছে। কফি আনানের এই আহ্বান আন্দোলন ধ্বংস করতে বাশার আল আসাদকে আরো উৎসাহিত করবে বলেও দাবি করেন আন্দোলনকারীরা।

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে আরবলীগ ও জাতিসংঘ যৌথভাবে সিরিয়া সঙ্কটের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য বিশেষ দূত হিসেবে নিযুক্ত করেছে।

এর আগে তিনি বিশ্বসম্প্রদায়কে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করে বলেছিলেন, এর ফলে চলমান সংঘাতের আরো অবনতি হবে।
 
কায়রোতে সাংবাদিকদের বৃহস্পতিবার তিনি বলেছিলেন, সঙ্কটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। তিনি আরো বলেন, ‘অবশ্যই এর সমাধান সিরীয়দের মাধ্যমে এবং সিরীয়দের কর্তৃক হতে হবে। ’

এ সময় তিনি বলেন সামরিক হস্তক্ষেপ শুধু পরিস্থিতির অবনতিই ঘটাবেনা বরং ওই অঞ্চলের অন্যান্য আঞ্চলিক সংঘাতকেও উস্কে দেবে।

সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ৭ হাজার ৫ শত লোক নিহত হয়েছেন বলে দাবি করেছে জাতিসংঘ। আরব বসন্তের প্রাক্কালে প্রায় ১ বছর আগে সিরিয়ায় বর্তমান ক্ষমতাসীন একনায়ক বাশার আল আসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে সেদেশের গণতন্ত্রপন্থী জনগণ।

বাংলাদেশ সময় : ০১৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।