ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মানসিক চিকিৎসাকেন্দ্রে গুলি, নিহত ২ আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, মার্চ ৯, ২০১২
যুক্তরাষ্ট্রের মানসিক চিকিৎসাকেন্দ্রে গুলি, নিহত ২ আহত ৭

ঢাকা: যুক্তরাষ্ট্রের একটি মানসিক স্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রে বৃহস্পতিবার বন্দুকযুদ্ধের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এই ঘটনায় অপর সাতজন আহত হন বলে জানায় সংবাদমাধ্যম।



ঘটনাস্থল যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরের মেয়র লিউক রাভেনসত্যাল জানান, এক উন্মত্ত বন্দুকধারী মানসিক ক্লিনিকটির লবিতে দুটি আধাস্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানো শুরু করে।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের অন্তর্গত ইউনিভার্সিটি অব পিটসবার্গ মেডিকেল সেন্টারে সংঘটিত ওই ঘটনায় যুক্তরাষ্ট্র পুলিশের বিশেষ বাহিনী এসডব্লিউএটি’র একটি দলকে আনা হয়।

বন্দুকধারী ঘটনাস্থলে আসা পুলিশের সঙ্গেও বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। অবশেষে পুলিশের গুলিতে বিদ্ধ হয়ে নিহত হয় ওই বন্দুকধারী। বন্দুকযুদ্ধে এসময় অপর এক ব্যক্তিও নিহত হয়। বন্দুক যুদ্ধে আহত সাতজনের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

মারাত্মক আহত দুই জন ‘ইনটেনসিভ-কেয়ারে চিকিৎসাধীন। তবে আহত বাকি ব্যক্তিদের জীবন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বন্দুকযুদ্ধের পরপরই স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দুইটায় সেখানে সংক্ষিপ্ত সময়ের জন্য সর্তকতা জারি করে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়:১৬২৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।