ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে আবেদন গ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, মার্চ ১০, ২০১২
মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে আবেদন গ্রহণ শুরু

ঢাকা: হোসনি মোবারক পরবর্তী মিশরে এই প্রথম একটি স্বাধীন ও অবাধ প্রেসিডেন্ট নির্বাচনের দুয়ার খুলে গেল। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের আবেদন পত্র শনিবার থেকে জমা নেওয়া শূরু হয়েছে।



তিন দশক বা তারো বেশি মিশর শাসন করা একনায়ক হোসনি মোবারকের সময় নির্বাসিত রাজনীতিক, সাবেক সামরিক কর্মকর্তা, উদারপন্থী ও কট্টরপন্থী দুই ধারার ইসলামি দলের নেতারাই তাদের আবেদন পত্র জমা দিচ্ছেন বলে জানা গেছে।

মিশরের বহু প্রত্যাশিত প্রেসিডেন্ট নির্বাচন আগামী ২৩ মে শুরু হওয়ার কথা রয়েছে।

১৮ দিন রক্তক্ষয়ী আন্দোলনের পর পদত্যাগ করতে বাধ্য হন হোসনি মোবারক। তিনি সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন দিয়েছিলেন ২০০৫ সালে যদিও সে নির্বাচনে বিরোধীদের অবাধ অংশগ্রহণ ছিল না। সে নির্বাচনে একাধিক প্রার্থী থাকলেও ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে মিশরে সংসদ নির্বাচন হয়ে গেছে। সংসদের এই নিম্নকক্ষ নির্বাচনে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি বিপুলভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থীই বিজয়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।