ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আইএসআই প্রধান ও বলিউডের কিং খান সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, মার্চ ১০, ২০১২
আইএসআই প্রধান ও বলিউডের কিং খান সম্পর্ক

ঢাকা: পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ ব্রিটিশ ভারতের দিল্লিতে আর ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের পাঞ্জাবে জন্মেছিলেন- এ তথ্য হয়ত অনেকের জানা।

কিন্তু তার চেয়ে মজার ব্যাপার হলো- সদ্য নিয়োগ পাওয়া পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল জহিরুল ইসলামের সঙ্গে বলিউড কিং শাহরুখ খানের আত্মীয়তার সম্পর্ক জানা গেছে।

শুধু তাই নয়, জহিরুল ইসলাম ব্রিটিশ ভারতের বিখ্যাত সশস্ত্র বাহিনী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির উচ্চপদস্থ কর্মকর্তা শাহ নওয়াজ খানের ভাতিজাও।

পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক ইকরাম শেগাল এসব তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্য মতে আরো জানা যায়, জহিরুল ইসলামের বাবা পাকিস্তান সেনা বাহিনীতে বিগ্রেডিয়ার ছিলেন। আর চাচা শাহ নওয়াজ খান নেতাজি সুভাষ চন্দ্র বসুর নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে একজন মেজর জেনারেল ছিলেন।

৪৭’এ দেশ ভাগের সময় শাহ নওয়াজের এক ছেলে বাবার সঙ্গে ভারত থেকে যান আর অপর ছেলে মাহমুদ নওয়াজ পাকিস্তানে চলে যান। পরে মাহমুদ নওয়াজ পদন্নোতি পেয়ে পূর্ণ কর্নেল হন।

এদিকে শাহরুখ খানের সঙ্গে জহিরুলের সম্পর্কটা ঠিক রক্তের নয়। কিং খানের জীবনী থেকে জানা যায়, শাহ নওয়াজ খান শাহরুখ খানের প্রয়াত মা লতিফ ফাতিমার দত্তক পিতা।

উল্লেখ্য, গত শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আইএসআই প্রধান হিসেবে লে. জেনারেল জহিরুল ইসলামকে নিয়োগ দেন। তিনি জন্ম নিয়েছেন এক সামরিক পরিবারে। তার জন্ম গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে।

তবে চাচা শাহ নওয়াজের সঙ্গে তার কখনো সাক্ষাত হয়েছে কি না তা জানা সম্ভব হয়নি। শাহ নওয়াজ মারা যান ১৯৮৩ সালে।

শাহ নওয়াজ খানের জন্ম পাঞ্জাবের কাহুতায়। ব্রিটিশ-ভারত সেনা বাহিনীর হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়েছেন তিনি। ১৯৪২ সালে জাপানি সেনারা সিঙ্গাপুর দখল করে নিলে তিনি তাদের হাতে ধরা পড়েন। পরে যোগ দেন নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে (আইএনএ)। পরে তিনি জাপান সেনাদের সঙ্গে তৎকালীন বার্মায় (মিয়ানমার) ব্রিটিশ সেনার বিরুদ্ধে লড়েছেন।

শাহ নওয়াজ পরে ১৯৪৬ সালে ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়েন। পরে আইএনএ’র অন্য সেনা কর্মকর্তাদের সঙ্গে তাকেও বিচারের মুখোমুখি করা। তবে জনগণের দাবির মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ব্রিটিশরা।

পরে তিনি কংগ্রেস দলে যোগ দেন এবং চার বার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, আইএসআইয়ের প্রধান হিসেবে জেনারেল জহিরুল ইসলামের নাম ঘোষণার আগে অনেক পত্রপত্রিকায় খবর বেরুয়- বলিউড তারকা সাইফ আলী খানের চাচা মেজর জেনারেল ইসফান্দিয়ার আলী খান পাতৌদিই পরবর্তী আইএসআই প্রধান হতে যাচ্ছেন।

পাতৌদি বর্তামানে আইএসআইয়ের উপ-মহাপরিচালকের দায়িত্বে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।