ঢাকা: সাবেক চর বব লেভিনসনকে নিরাপদে ফিরে পেতে তথ্যদাতার জন্য ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
লেভিনসন ২০০৭ সালে একটি মিশনে ইরানের পথে যাওয়ার পর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি।
গত মঙ্গলবার লেভিসনের স্ত্রী ক্রিসটিন এফবিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে লেভিসনের স্মরণসভায় যোগ দেন। তিনি তাদের জানান, লেভিসন নিরুদ্দেশ হওয়ার পর তার পরিবারে কিরূপ দুঃস্বপ্ন নেমে এসেছে। তিনি আর কল্পনাও করতে পারেন না লেভিসন ফিরে আসবে।
এফবিআইয়ের বর্তমান পরিচালক রবার্ট মুয়েলার ক্রিস্টিনকে আশ্বস্ত করে বলেছেন, লেভিসনকে ফিরিয়ে আনতে তারা প্রতিদিনই কাজ করছেন। লেভিসনের ব্যাপারে তথ্য দাতাকে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
লেভিসন এখন একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। কিন্তু তিনি এখনো এফবিআই পরিবারের সদস্য বলে উল্লেখ করেন রবার্ট মুয়েলার।
বব লেভিসন ২০০৭ সালে ইরানের কিস দ্বীপ থেকে নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত একজন বেসরকারি তদন্ত কর্মকর্তা হিসেবে কাজ করছিলেন। ধারণা করা হয়, তিনি সেখানে তামাক চোরাচালানের বিষয়ে কাজ করছিলেন।
নিখোঁজ হওয়ার ৫ বছর পর এখন লেভিসনের পরিবর্তিত সম্ভাব্য মুখাবয়বের ছবি প্রকাশ করেছে এফবিআই। এই ছবি নিয়ে দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে এই মার্কিন গোয়েন্দা সংস্থা।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১২