ঢাকা : যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর্মসংস্থানের পরিমাণ সম্প্রসারিত হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রে সরকারি শ্রম বিভাগ। অর্থনৈতিক সঙ্কটের কারণে ইতিপূর্বে চাকরি হারানো প্রায় ২০ হাজার লোক গত মাসে নতুন করে চাকরি পেয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে চাকরির সুযোগ সৃষ্টি হওয়ার হার প্রত্যাশিত অনুমানকেও ছাড়িয়ে গেছে।
এদিকে সদ্য প্রকাশিত এই প্রতিবেদনকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার বলেন, এই পরিসংখ্যানই প্রমাণ করছে দেশের অর্থনীতি ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে।
উল্লেখ্য, বারাক ওবামা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হিসেবে পুনরায় অংশগ্রহণ করতে যাচ্ছেন।
এই প্রতিবেদনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে বলে প্রতীয়মান হয় যদিও বিস্তৃতভাবে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার এখন ১৬.৭ শতাংশ । এর মানে হচ্ছে যুক্তরাষ্ট্রের ২ কোটি ৩৫ লাখ প্রাপ্ত বয়স্ক লোক এখন কর্মহীন অথবা শুধুমাত্র খণ্ডকালীন কাজে নিয়োজিত।
তবে প্রতিবেদনে একটি চমকপ্রদ তথ্য বের হয়ে আসে । চাকরি পেতে ব্যর্থ মার্কিনীরা এখন চাকরি থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেরাই স্ব-উদ্যোগী হয়ে স্বাধীনভাবে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করছে।
বাংলাদেশ সময় : ২০৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১২