ঢাকা: বিভিন্ন দেশ থেকে অস্ত্র ও অর্থ সাহায্য পাওয়ার কথা স্বীকার করেছে সিরিয়ার বিদ্রোহীরা। গত শুক্রবার মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি গণমাধ্যমে বিদ্রোহীদের সংগঠন সিরিয়ান ন্যাশনাল কাউন্সিলের (এসএনসি) নেতা বোরহান ঘালিউন এ তথ্য জানান।
বোরহান বলেছেন, এসএনসি আরব দেশগুলোসহ বিভিন্ন দেশ থেকে অর্থ সাহায্য এবং অস্ত্র পাচ্ছে। এখন সিরিয়ার ‘খুনি’ সরকার এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সেনা বাহিনীকে উচ্ছেদ করার বিষয়টিকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন।
সিরিয়ার বিভিন্ন শহরে সরকারি বাহিনীর বোমাবর্ষণে ‘নির্বিচার হত্যা’র তীব্র নিন্দা জানিয়ে ঘালিউন বলেন, সরকারি ও বিরোধী বাহিনীর মধ্যে পারস্পরিক সহিংসতা চলছে। তবে একপক্ষ বহন করছে ভারি অস্ত্র, ক্ষেপনাস্ত্র ও যুদ্ধ বিমান আর অপরপক্ষ বহন করছে একা এবং হালকা অস্ত্র- এদের মধ্যে কোনো তুলনা চলে না।
এদিকে সিরিয়ায় সহিংসতা বন্ধে আরব লীগ ও রাশিয়া একটি যৌথ পরিকল্পনায় সম্মত হয়েছে বলে শনিবার জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ।
পরিকল্পনা প্রস্তাবের মধ্যে রয়েছে- উভয়পক্ষে সহিংসতা বন্ধ করা, সিরিয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য দেওয়া, সিরিয়ার বিশেষ প্রতিনিধি জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানকে সহযোগিতা এবং সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ প্রতিহত করা।
এ ব্যাপারে লাভরভ বলেছেন, এই পাঁচটি বিষয় সিরিয়ার সঙ্কট নিরসনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আর সিরিয়ার সব পক্ষই এটা সমর্থন করছে বলে জানিয়েছেন লাভরভ।
বিদ্রোহী সেনাদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মিকে কিছু দেশ অস্ত্র সাহায্য দিতে রাজি হলে গত মার্চে একটি মিলিটারি ব্যুরো গঠনের ঘোষণা দিয়েছিলেন ঘালিউন। অধীনে স্বাধীন সিরিয়ান আর্মি (এফএসএ) গঠন করেছিলেন। তিনি বলেছিলেন, দেশের সশস্ত্র গ্রুপগুলোকে এক ছাতার নিচে সংগঠিত করার এটি একটি পদক্ষেপ।
এদিকে গত শুক্রবার ফ্রান্স ও মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ায় কোনো ধরনের সামরিক হস্তক্ষেপে অনীহার কথা জানিয়ে দিয়েছেন।
মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী সাদ উদ্দিন উসমানি ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক আলাপচারিতায় বলেন, আরব লিগ সবসময় এ সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের পক্ষে। এছাড়া তিনি সিরিয়া বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তুতকৃত নতুন প্রস্তাব নিয়ে কাজ করতে এবং সমর্থন জানাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে শুক্রবার রাশিয়া বলেছে, মার্কিন সমর্থন পুস্ট নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব সিরিয়ায় সরকারি ও বিরোধীদের মধ্যে চলমান সহিংসতা থামাতে পারবে না বলে মনে করে তারা।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১২