ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে মার্কিন সেনার গুলিতে ১৬ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, মার্চ ১১, ২০১২
আফগানিস্তানে মার্কিন  সেনার গুলিতে ১৬ বেসামরিক নিহত

ঢাকা : আফগানিস্তানের কান্দাহার প্রদেশে এক মার্কিন সেনার গুলিতে ১৬ জন বেসামরিক নিহত ও আরো ৫ জন আহত হয়েছে।
 
ন্যাটো জানিয়েছে, ওই সেনা রোববার ভোরে বিনা অনুমতিতে ঘাঁটি থেকে বেরিয়ে গিয়ে বেসামরিক লোকদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।

১৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে তারা।

আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বে নিযুক্ত আন্তর্জাতিক নিরাপত্তা সহায়তা বাহিনী বা ইসাফ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছে। দোষী সেনাকে তারা মানসিক ভারসাম্যহীন হিসেবে চিহ্নত করেছে।

তবে এখন পর্যন্ত ওই ঘাতক সেনার নাম প্রকাশ করা হয়নি। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ন্যাটো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ওই সেনা পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং বেসামরিক লোকজনকে হত্যা করে। পরে তিনি কর্তৃপক্ষের কাছে আত্মসর্মপণ করেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানে একটি মার্কিন বিমান ঘাঁটিতে কোরআন পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে মার্কিন বিরোধী উত্তেজনা এখনো চলছে।

ওই ঘটনার ৬ মার্কিন সেনা কর্মকর্তা ও কমপক্ষে ৩০ জন আফগান নিহত হয়েছে।

রোববার বিনা প্ররোচনায় বেসামরিক লোকজনের ওপর মার্কিন সেনার গুলি চালানোর ঘটনা দেশটিতে মার্কিন বিরোধী মনোভাব আরো কঠোর করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময় : ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।