ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে জানাজা অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, মার্চ ১১, ২০১২
পাকিস্তানে জানাজা অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ৯

ঢাকা : পাকিস্তানে একটি জানাজা অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় ৯ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। রোববার সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পেশোয়ারে এ হামলার ঘটনা ঘটে।



পুরো ঘটনাটি এখনো অস্পষ্ট। তবে স্থানীয় পুলিশ বলছে, হামলাকারীর মূল লক্ষ্য ছিল খুশদিল খান নামে এক রাজনীতিক। এই রাজনীতিক ইসলামপন্থী জঙ্গিদের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তিনি অক্ষত আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও স্থানীয় তালেবানকে এ ব্যাপারে সন্দেহ করা হচ্ছে।
 
উল্লেখ্য, পেশোয়ার পাকিস্তানের তালেবান ও আল কায়েদা অধ্যুষিত দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোর একটি। চলতি বছরেই এ অঞ্চলে কয়েকটি হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ সময় : ১৬২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।