ঢাকা : পাকিস্তানে একটি জানাজা অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় ৯ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। রোববার সকালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পেশোয়ারে এ হামলার ঘটনা ঘটে।
পুরো ঘটনাটি এখনো অস্পষ্ট। তবে স্থানীয় পুলিশ বলছে, হামলাকারীর মূল লক্ষ্য ছিল খুশদিল খান নামে এক রাজনীতিক। এই রাজনীতিক ইসলামপন্থী জঙ্গিদের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তিনি অক্ষত আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এ হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও স্থানীয় তালেবানকে এ ব্যাপারে সন্দেহ করা হচ্ছে।
উল্লেখ্য, পেশোয়ার পাকিস্তানের তালেবান ও আল কায়েদা অধ্যুষিত দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোর একটি। চলতি বছরেই এ অঞ্চলে কয়েকটি হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
বাংলাদেশ সময় : ১৬২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১২